রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ২ জন নিহত, বৃষ্টিতে ভেসে যাচ্ছে ক্যাম্প

প্রকাশকালঃ ০৩ জুলাই ২০২৪ ১২:৫৪ অপরাহ্ণ ৫৯৮ বার পঠিত
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ২ জন নিহত, বৃষ্টিতে ভেসে যাচ্ছে ক্যাম্প

ঢাকা প্রেস
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:-



কক্সবাজার: ভারী বৃষ্টির কারণে কক্সবাজারের উখিয়ার বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে আজ বুধবার (৩ জুলাই) সকালে দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিশু। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
 


 

প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন। তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
 

স্থানীয়রা জানিয়েছেন, ক্যাম্পের ৮ ও ৯ নম্বর ব্লকে ভোররাতের দিকে এই পাহাড়ধস হয়। বৃষ্টির কারণে পাহাড় নরম হয়ে ছুটে এসে ক্যাম্পের উপর ঝাঁপিয়ে পড়ে।
 

এই ঘটনার পর আরও উদ্বেগ প্রকাশ করেছেন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দারা। তারা বলছেন, বর্ষাকালে পাহাড়ধসে প্রায়ই তাদের জীবন বিপন্ন হয়। সরকার যেন তাদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দেয়।
 

উল্লেখ্য, গত ১৯ জুনও একই ক্যাম্পে পাহাড়ধসে ১০ জন রোহিঙ্গা নিহত হয়েছিলেন। বর্ষাকালে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনা নতুন নয়। প্রতি বছরই বর্ষার সময় এসব ক্যাম্পে বন্যার তীব্রতা বেড়ে যায় এবং পাহাড়ধসের ঝুঁকিও বেড়ে যায়।