ইমরান খানের বিরুদ্ধে তোশাখানা দুর্নীতি মামলার কারাদণ্ড স্থগিত

প্রকাশকালঃ ২৯ আগu ২০২৩ ০৪:১৭ অপরাহ্ণ ২৪৮ বার পঠিত
ইমরান খানের বিরুদ্ধে তোশাখানা দুর্নীতি মামলার কারাদণ্ড স্থগিত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দেওয়া তোশাখানা দুর্নীতি মামলার কারাদণ্ড স্থগিত করেছেন ইসলামাবাদ হাইকোর্ট। মঙ্গলবার (২৯ আগস্ট) নতুন এ রায় দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের প্রধান বিচারপতি আমের ফারুক ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গীর এর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। রায়ের কপি খুব দ্রুত পাওয়া যাবে। বিচারপতি ফারুক বলেন, ‘আমরা জানাচ্ছি যে, ইমরান খানের আপিল অনুমোদন করা হয়েছে।’


গত ৫ আগস্ট সরকারি কোষাগার তোশাখানার মালামাল নিয়ে দুর্নীতি করার অভিযোগে ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত তাকে তিন বছরের কারাদণ্ড ও ১ লাখ রুপি জরিমান করেন। এছাড়া তাকে যে কোনো নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করেন।

ওই রায় ঘোষণার পরপরই ইমরানকে তার লাহোরের জামান পার্কের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি পাঞ্জাবের অ্যাটোক কারাগারে আটক আছেন।