ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবি জামায়াতে ইসলামীর

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ অক্টোবর ২০২৪ ০৮:৩৮ অপরাহ্ণ   |   ৫৬১ বার পঠিত
ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবি জামায়াতে ইসলামীর

ঢাকা প্রেস
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-


 

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে আয়োজিত এক জনসভায় বলেছেন, বিগত ১৭ বছরে তাঁদের দলের উপর অত্যাচার চালানো হয়েছে। তিনি অভিযোগ করেছেন, জামায়াতের অনেক নেতাকর্মীকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে, অনেককে জেলে নির্যাতন করা হয়েছে এবং অনেককে হত্যা করা হয়েছে।
 

বুলবুল আরও বলেন, জামায়াতের অফিস বন্ধ করে দেওয়া হয়েছে, নেতাকর্মীদের ঘরবাড়ি, ব্যবসা-বাণিজ্য লুট করা হয়েছে। তিনি জামায়াতকে নিষিদ্ধ করা এবং দলের প্রতীক কেড়ে নেওয়াকে গণতন্ত্রের বিরোধী কাজ বলে উল্লেখ করেন।
 

নতুন বাংলাদেশ গড়ার কথা উল্লেখ করে বুলবুল বলেন, দেশকে দুর্নীতি, বৈষম্য ও চাঁদাবাজিমুক্ত করতে হবে। তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদীরা এখনো রাষ্ট্রের বিভিন্ন স্তরে লুকিয়ে আছে এবং দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করছে। তিনি সরকারের কাছে আহ্বান জানিয়ে বলেন, ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।