সন্ধ্যায় বিএনপি-জামায়াতের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ মে ২০২৫ ১২:২৫ অপরাহ্ণ   |   ৮২ বার পঠিত
সন্ধ্যায় বিএনপি-জামায়াতের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

চলমান রাজনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে আজ শনিবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপি ও জামায়াতে ইসলামী নেতারা। এসব বৈঠকের মূল আলোচ্য বিষয় হবে প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে সাম্প্রতিক জল্পনা এবং রাজনৈতিক অস্থিরতা নিরসনের উপায়।
 

সূত্র জানিয়েছে, সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির প্রতিনিধি দল এবং রাত সাড়ে ৮টায় জামায়াতে ইসলামীর নেতারা অধ্যাপক ইউনূসের সরকারি বাসভবন ‘যমুনা’-তে সাক্ষাৎ করবেন। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
 

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহ উদ্দিন আহমদ জানিয়েছেন, ‘আমাদের সন্ধ্যা ৭টার বৈঠকের সময় নিশ্চিত করা হয়েছে।’
 

জামায়াতের পক্ষে দলের আমির শফিকুর রহমান বৈঠকে নেতৃত্ব দেবেন। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, ‘আমরা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। তাঁর কার্যালয় থেকে আজ রাতের সময় জানানো হয়েছে।’
 

তিনি আরও বলেন, "জামায়াতে ইসলামী মনে করে, সংকট নিরসনে একটি সর্বদলীয় বৈঠক এখন সময়ের দাবি। ইতোমধ্যে আমাদের আমির এ বিষয়ে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছেন।"
 

এর আগে বৃহস্পতিবার রাতে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা হয়। সেখানে একটি অস্থায়ী ঐকমত্য তৈরি হয়েছে—তারা প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করার জন্য অনুরোধ জানাবেন।
 

বিষয়টির ধারাবাহিকতায় শুক্রবার সকাল ১১টায় জামায়াতের আমির যমুনায় গিয়েছিলেন, যদিও তিনি সেদিন প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পাননি। আজ সন্ধ্যা ছয়টায় জামায়াতের একটি প্রতিনিধিদলের সঙ্গে আলাদাভাবে বৈঠক হওয়ার কথা রয়েছে।
 

এদিকে, আজ শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা। সভা শেষে উপদেষ্টাদের সঙ্গে আলাদা বৈঠকের সম্ভাবনাও রয়েছে। তবে একনেক বৈঠকের পর কোনো আনুষ্ঠানিক ব্রিফিং হবে না বলে পূর্বেই জানানো হয়েছে।
 

এদিকে, শুক্রবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন লিখিত বক্তব্যে বলেন, “২০২৫ সালের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের রোডম্যাপ এখনই ঘোষণা করতে হবে। তা না হলে সরকারের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখা আমাদের জন্য কঠিন হয়ে পড়বে।”
 

তিনি আরও বলেন, “জনআকাঙ্ক্ষা উপেক্ষা করে সরকারের বিলম্বিত সিদ্ধান্ত গ্রহণের ধারা এরই মধ্যে গণতান্ত্রিক মর্যাদা ক্ষুণ্ন করেছে এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্যেও ভাঙন ধরিয়েছে। বর্তমান সরকার যেন নিরপেক্ষতা হারিয়ে কোনো বিশেষ মহলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের পথে হাঁটছে।”
 

রাজনৈতিক অস্থিরতার এই সময়ে আজকের বৈঠকগুলো দেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।