চারঘাটে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১, গ্রেফতার ১

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১১ নভেম্বর ২০২৫ ০১:৩৪ অপরাহ্ণ   |   ৬৮ বার পঠিত
চারঘাটে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১, গ্রেফতার ১

মোঃ শফিকুল ইসলাম চারঘাট (রাজশাহী):


 

রাজশাহীর চারঘাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জিশু আলী (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৫টার দিকে উপজেলার নিমপাড়া ইউনিয়নের পাটখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিশু আলী ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে।
 

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটখালী গ্রামের জালাল উদ্দিন ও রবিউল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যায় এ বিরোধের জেরে জালাল উদ্দিনের ছেলে বাবর আলী (৩০) ও রবিউলের ছেলে জিশু আলীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাবর আলী ছুরি বের করে জিশুকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এতে জিশু রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
 

ঘটনার পর বাবর আলী আত্মগোপনে চলে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
 

নিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, জালাল উদ্দিন ও রবিউল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল এবং বিষয়টি আদালতে বিচারাধীন ছিল।
 

চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত বাবর আলীকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”