আজ ঢাকার শেয়ারবাজারে লেনদেনের প্রথম ২ ঘণ্টায় শীর্ষে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড
প্রকাশকালঃ
২৩ জুলাই ২০২৩ ০৪:৫৮ অপরাহ্ণ ২০১ বার পঠিত
আজ ঢাকার শেয়ারবাজারে লেনদেনের প্রথম দুই ঘণ্টায় শীর্ষে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই কোম্পানি এই প্রথম লেনদেনের শীর্ষে উঠেছে।
গতকাল আলিফ ইন্ডাস্ট্রিজের পর্ষদ সভার একটি সিদ্ধান্তের কারণে এই কোম্পানির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ বেড়েছে। সেটি হলো, আলিফ ইন্ডাস্ট্রিজের সঙ্গে শেয়ারবাজারে তালিকাভুক্ত আরেকটি কোম্পানি সি এন এ টেক্সটাইল একীভূত হবে।
সে কারণে আজ সকাল থেকে এই কোম্পানির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ তৈরি হয়েছে। তবে কবে থেকে তারা একীভূত হবে, তা নির্ভর করছে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থাসহ অন্যান্য নিয়ন্ত্রক সংস্থা ও শেয়ারধারীদের চূড়ান্ত অনুমোদনের ওপর।
একীভবনের খবর আসতেই আলিফ ইন্ডাস্ট্রিজের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ বেড়েছে। সেই সঙ্গে সি এন এ টেক্সটাইলের শেয়ারের দামও বেড়েছে। বেলা ১১টা ৪৩ মিনিট পর্যন্ত আলিফ ইন্ডাস্ট্রিজের দাম বেড়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ। সিএনএ টেক্সটাইলের দাম বেড়েছে ২ দশমিক ৫৯ শতাংশ।
এ ছাড়া আজ খাত হিসেবে এককভাবে কোনো খাতের তেমন লেনদেন হয়নি। তবে গত কয়েক দিন বিমা খাতের শেয়ারের উল্লেখযোগ্য লেনদেনের পর আজ বিমা খাতের কোম্পানিগুলোর শেয়ারের কিছুটা মূল্য সংশোধন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় অবশ্য কয়েকটি কোম্পানি আছে।
এদিকে আজ বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত লেনদেনের পর ঢাকার শেয়ারবাজারের তিনটি সূচকই ছিল নিম্নগামী। প্রধান সূচক ডিএসইএক্স সূচক কমেছে ৫ দশমিক ১৬ পয়েন্ট, ডিএসইএস সূচক কমেছে শূন্য দশমিক ০১৫ পয়েন্ট, ডিএস ৩০ সূচক কমেছে ২০ দশমিক ১২ পয়েন্ট। বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত মোট লেনদেন হয়েছে ৩৩৮ কোটি টাকার শেয়ার।