পাহাড়ের সহিংসতা: জড়িত সকলকে শাস্তির আওতায় আনা হবে – স্বরাষ্ট্র উপদেষ্টা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ সেপ্টেম্বর ২০২৪ ০৩:৫৬ অপরাহ্ণ   |   ৮৪৫ বার পঠিত
পাহাড়ের সহিংসতা: জড়িত সকলকে শাস্তির আওতায় আনা হবে – স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা প্রেস নিউজ

 

পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক সহিংসতার ঘটনায় জড়িত সকলকে কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
 

শনিবার (২১ সেপ্টেম্বর) পার্বত্য অঞ্চল পরিদর্শনে এসে তিনি জানান, এই ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের একটি তদন্ত টিম গঠন করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
 

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ছিলেন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ।
 

পার্বত্য অঞ্চলে পৌঁছে উপদেষ্টারা উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।