ডেস্ক নিউজ (চট্টগ্রাম):-
নগরীর লালদীঘি পাড়স্থ সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ২০ এপ্রিল রোববার বিকেলে বাংলাদেশ দোকান মালিক সমিতির সাথে সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর সাথে মতবিনিময় সভা চট্টগ্রাম দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ্ব ছালামত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সামছুল আলম মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির আসনে অলংকৃত করেন সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দোকান মালিক সমিতির মহাসচিব জহিরুল হক ভূঁইয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম , যুগ্ম সম্পাদক মোঃ নজরুল ইসলাম।
এতে আরো বক্তব্য রাখেন বন্দরটিলা শাহ প্লাজা দোকান মালিক সমিতির সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক সংগঠক ও ব্যবসায়ী মোঃ শাহজাহান সাজু, হালিশহর পতেঙ্গা ইলেকট্রনিক ব্যবসায়ী কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ লোকমান সওদাগর সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্যবসায়ী প্রতিনিধিরা চট্টগ্রাম জেলা ও মহানগর এলাকায় বিভিন্ন বিষয়ে এবং সামাজিক নিরাপত্তা, যত্রতত্র হয়রানি, হুমকি ও নামে - বেনামে চাঁদাবাজি বন্ধের দাবি জানান। ব্যবসায়ী প্রতিনিধিগণ নিরাপদে ব্যবসায়ী বান্ধব প্রতিষ্ঠান গড়ে তুলতে রাজনৈতিক দলের কমিটমেন্ট সহ হয়রানি মূলক মামলা ও পুলিশিং ভীতির কারণ দূর করতে সিটি মেয়র এর দৃষ্টি আকর্ষণ করেন।