কক্সবাজারে ৬ লাখ ৩০ হাজার ইয়াবা ও ১০ কেজি হিরোইনসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৭ জানুয়ারি ২০২৬ ০৩:৪২ অপরাহ্ণ   |   ৫৫ বার পঠিত
কক্সবাজারে ৬ লাখ ৩০ হাজার ইয়াবা ও ১০ কেজি হিরোইনসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

মো:মোজাম্মেল হক, টেকনাফ উপজেলা প্রতিনিধি:


 

কক্সবাজারে র‍্যাব-১৫ সোমবার (২৬ জানুয়ারি) উত্তর নুনিয়ারছড়া প্যারাবন সংলগ্ন সমুদ্রতট থেকে ৬ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ কেজি হিরোইন সদৃশ্য মাদকদ্রব্যসহ দুই কুখ্যাত মাদককারবারিকে গ্রেপ্তার করেছে।
 

গ্রেপ্তারকৃতরা হলেন চকরিয়ার বাসিন্দা মোঃ ইসমাইল (৪৩) ও উখিয়ার পালংখালীর বাসিন্দা নজরুল ইসলাম (৪২)। র‍্যাব জানায়, তারা পার্শ্ববর্তী দেশ থেকে সমুদ্রপথে মাদক পাচারের অন্যতম হোতা।
 

র‍্যাব-১৫ সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল ৬:৩০ মিনিটে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও দুইজনকে আটক করা হয়।
 

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা সমুদ্রতটের বালির নিচে লুকানো চারটি প্লাস্টিকের ব্যাগের অবস্থান দেখায়। ব্যাগগুলো থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও হিরোইন সদৃশ্য মাদক উদ্ধার করা হয়।
 

র‍্যাব জানায়, একটি সংঘবদ্ধ মাদকচক্র মাছ ধরার ট্রলারের মাধ্যমে সমুদ্রপথে মাদক আনে এবং কক্সবাজারের বিভিন্ন স্থানে গোপনে মজুদ ও সরবরাহ করে আসছিল। এই মাদক দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যুব সমাজকে অপরাধমুখী করে তুলছে।
 

মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা নজরদারিতে নিয়মিত থাকা র‍্যাব-১৫ জানায়, ২০২৫ সালে তারা ৫৮ লাখ ১৭ হাজার ২৮৪ পিস ইয়াবা উদ্ধার করেছে। চলতি বছরের জানুয়ারিতেও পৃথক অভিযানে ২ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
 

গ্রেপ্তারকৃতদের পরিচয়:

  • মোঃ ইসমাইল (৪৩), পিতা মৃত হোসেন আহমেদ, চরণদ্বীপ, ওয়ার্ড-০৮, থানা চকরিয়া, কক্সবাজার।

  • নজরুল ইসলাম (৪২), পিতা মৃত সাবের আহমেদ, ক্যাংখালী, ওয়ার্ড-০৪, পালংখালী, থানা উখিয়া, কক্সবাজার।
     

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।