চারঘাটে ছিনতাইয়ের চেষ্টা: এলাকাবাসীর হাতে দুই যুবক আটক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১০ ডিসেম্বর ২০২৫ ০৬:৩৮ অপরাহ্ণ   |   ৮৫ বার পঠিত
চারঘাটে ছিনতাইয়ের চেষ্টা: এলাকাবাসীর হাতে দুই যুবক আটক

মোঃ শফিকুল ইসলাম, রাজশাহী:


 

রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুর ডাকরা পাগলপাড়া এলাকায় ভোররাতে ছিনতাইয়ের চেষ্টা করতে গিয়ে দুই যুবককে আটক করেছে এলাকাবাসী। বুধবার (১০ ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মাছ কিনতে বাজারে যাওয়ার পথে এক মাছ ব্যবসায়ীর ওপর হামলার চেষ্টা চালায় দুই ছিনতাইকারী। তারা ব্যবসায়ীর কাছে থাকা প্রায় ৬ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা চাপাতি বের করে ভয়ভীতি প্রদর্শন করে।
 

ব্যবসায়ীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দুই ছিনতাইকারীকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে খবর পেয়ে চারঘাট মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
 

আটক ব্যক্তিরা হলেন—রাজশাহী মহানগরের নওদাপাড়া পশ্চিমপাড়া এলাকার হাকিমের ছেলে জয় (২৪) ও চারঘাটের বাদুড়িয়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে মনি (২৮)।
 

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী বলেন, “আটক দুই আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।”