নতুন দায়িত্ব, নতুন আশা: ড. ইউনূসের সংবাদ সম্মেলন

প্রকাশকালঃ ০৮ আগu ২০২৪ ০৪:১৫ অপরাহ্ণ ৫৬৩ বার পঠিত
নতুন দায়িত্ব, নতুন আশা: ড. ইউনূসের সংবাদ সম্মেলন

ঢাকা প্রেস নিউজ


বাংলাদেশের জনগণের আশা ও ভরসার প্রতীক, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস ফ্রান্স থেকে দেশে ফিরে আজ এক সংবাদ সম্মেলনে তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, দেশে আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনা তার প্রথম অগ্রাধিকার।

 

"আমার ওপর যদি দেশবাসী বিশ্বাস রাখেন, তাহলে নিশ্চিত করবো দেশের কোনো জায়গায় কারও ওপর হামলা হবে না," সংবাদ সম্মেলনে এই আশ্বাস দিয়েছেন ড. ইউনূস। তিনি আরও বলেন, "আজ আমাদের গৌরবের দিন। তরুণরা যে বিপ্লবের মাধ্যমে নতুন বিজয় দিবস সৃষ্টি করেছে, সেটাকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে।"
 

আবু সাঈদের স্মরণ করে ড. ইউনূস কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আবু সাঈদের গুলি খাওয়ার পর থেকে আর কোনো তরুণ হার মানেনি। তারা বুক পেতে গুলি খেতে ভয় করেনি।" তিনি তরুণদের সৃজনশীলতা কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করার আহ্বান জানান।
 

ড. ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার আজ রাত সাড়ে আটটায় শপথ গ্রহণ করবে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, এই সরকারের সদস্য সংখ্যা প্রায় ১৫ জন হতে পারে।