টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছে ভারত: বাংলাদেশের মুখোমুখি হবে হারমানপ্রীতদের দল
                            
                                
                                                                        
                                           প্রিন্ট করুন
                                    
                                      প্রকাশকালঃ
                                    
                                        ২৩ এপ্রিল ২০২৪ ০২:০২ অপরাহ্ণ
                                          |   
                                        ৩০২ বার পঠিত
                                    
                                
                             
                            
                            
                                
কলকাতা থেকে রওনা দিয়েছে হারমানপ্রীত কৌরের দল
ঘরের মাঠে ভারত সিরিজের পরীক্ষা এবার বাংলাদেশ নারী ক্রিকেট দলের। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ কলকাতা থেকে রওনা দিয়েছে ভারতের মেয়েরা।
তৃতীয়বার টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারত
এ নিয়ে তৃতীয়বার টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারতের নারী ক্রিকেট দল। ২০১৪ সালে প্রথম সফরে ৩-০ ব্যবধানে জিতে ভারত। গত বছরের জুলাইয়ে সবশেষ সফরে ভারত সিরিজ জেতে ২-১ ব্যবধানে।
সিরিজের সময়সূচী:
	- প্রথম ম্যাচ: ২৮ এপ্রিল, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (দিবারাত্রি)
- দ্বিতীয় ম্যাচ: ৩০ এপ্রিল, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (দিবারাত্রি)
- তৃতীয় ম্যাচ: ২ মে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (আউটার মাঠ, দিনের আলো)
- চতুর্থ ম্যাচ: ৬ মে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (আউটার মাঠ, দিনের আলো)
- পঞ্চম ম্যাচ: ৯ মে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (দিবারাত্রি)
দল:
বাংলাদেশ:
	- নিগার সুলতানা (অধিনায়ক)
- নাহিদা আক্তার (সহ অধিনায়ক)
- মুর্শিদা খাতুন
- সোবহানা মুস্তারি
- স্বর্ণা আক্তার
- ঋতু মনি
- রাবেয়া খান
- সুলতানা খাতুন
- ফাহিমা খাতুন
- মারুফা আক্তার
- ফারিহা ইসলাম তৃষ্ণা
- শরিফা খাতুন
- দিলারা আক্তার
- রুবা হায়দার ঝিলিক
- হাবিবা ইসলাম পিঙ্কি
ভারত:
	- হারমানপ্রীত কৌর (অধিনায়ক)
- স্মৃতি মান্ধানা (সহ–অধিনায়ক)
- শেফালি ভার্মা
- দয়ালন হেমলতা
- সানজানা সাজিভান
- রিচা ঘোষ (উইকেটকিপার)
- স্বস্তিকা ভাটিয়া (উইকেটকিপার)
- রাধা যাদব
- দীপ্তি শর্মা
- পূজা বস্ত্রকর
- আমানজোত কৌর
- শ্রেয়াঙ্কা পাতিল
- সাইকা ইসহাক
- আশা সোবহানা
- রেনুকা সিং
- তিতাস সাধু
 
 সিরিজের প্রথম দুই ও শেষ ম্যাচ দিবারাত্রির হবে।
 তৃতীয় ও চতুর্থ ম্যাচ সিলেট আন্তর্জাত।