বন্দর এলাকায় ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০১:০৩ অপরাহ্ণ   |   ১২৭ বার পঠিত
বন্দর এলাকায় ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল

ডেস্ক নিউজ (চট্টগ্রাম):-

 

গতকাল বিকেল ৩ টায় নগরীর বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং এলাকায় ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে  প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 


সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় লিগ্যাল সেল এর সদস্য সাইফুর রহমান খান, ছাত্র প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন সাদিয়া আফরিন, শিহাব উদ্দিন, রাফি রহমান, তৌহিদ আলিফ প্রমূখ।

 

সমাবেশ থেকে বক্তারা সাম্প্রতিক সময়ে সংগঠিত ধর্ষণকান্ডে জড়িত সকলকে গ্রেফতার ও তদন্তপূর্বক দ্রুত বিচারের আহ্বান জানান।

বিচারের ব্যর্থ হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করার দাবি জানিয়ে বক্তারা বলেন, অভ্যুত্থানের সরকারের দায়িত্ব দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। ফলে দায়িত্বে ব্যর্থ হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।