২ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ অর্থ দেবে চীন 

প্রকাশকালঃ ১৪ জুলাই ২০২৪ ০৪:৪৭ অপরাহ্ণ ৪৩৭ বার পঠিত
২ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ অর্থ দেবে চীন 

চীন বাংলাদেশকে চারটি প্যাকেজে ২ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ অর্থ দিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিক চীন সফর নিয়ে রোববার (১৪ জুলাই) বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 
 

প্রধানমন্ত্রী বলেন, অনুদান ও কিছু কিছু ক্ষেত্রে সুদমুক্ত ঋণ, রেয়াতি ঋণ ও বাণিজ্যিক ঋণ- চার প্যাকেজে অর্থ দিতে সম্মত হয়েছে চীন। এই চারটি প্যাকেজের আওতায় চীন বাংলাদেশকে ২ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ অর্থ দেবে।

 

দেশে বৃহৎ নানা প্রকল্পে চীনের সহযোগিতার কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, আনোয়ারায় ৮০০ একর জমিতে শিল্প বিনিয়োগ করার জন্য প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মাধ্যমে চীনা বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছি। এছাড়া হাইটেক পার্কে চীনা বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। চীনা প্রেসিডেন্টও অধিকতর বিনিয়োগের আশ্বাস দেন।