আইন পেশার আদর্শ ও নৈতিকতা: প্রধান বিচারপতি

প্রকাশকালঃ ০৭ মে ২০২৪ ০৪:০৮ অপরাহ্ণ ৪৬৭ বার পঠিত
আইন পেশার আদর্শ ও নৈতিকতা: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, আইন পেশার মূল ভিত্তি হলো পেশাগত নৈতিকতা ও মূল্যবোধের যথাযথ অনুশীলন। তিনি স্পষ্ট করে বলেছেন, পেশাগত মূল্যবোধ ছাড়া আইন চর্চা করা হলে বিচারাঙ্গন কেবল কাঠ-পাথরের নির্মিত স্থাপনায় পরিণত হবে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত 'আইন পেশার আদর্শ ও নৈতিকতা এবং বিচারিক পর্যালোচনা' শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি আরও বলেন,

  • আইনজীবীদের নৈতিক মানদণ্ড রক্ষায় যথাযথ গুরুত্ব না দেওয়া হলে, মানুষের অধিকার রক্ষার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব হবে না।
  • একজন আইনজীবীর অন্যতম প্রধান দায়িত্ব হলো মক্কেলের গোপনীয়তা রক্ষা করা। উন্নত রাষ্ট্রগুলোর মতো আমাদেরও এ বিষয়ে গুরুত্ব দিতে হবে।
  • আইনজীবীদের মধ্যে সুস্থ আইনি প্রতিযোগিতা থাকা ভালো, তবে কেউ যেন কদর্য প্রতিযোগিতায় লিপ্ত না হয়।

সেমিনারে আরও বক্তব্য রাখেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিম, হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার এবং অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।