জামায়াত আমির: সরকারকে দুটি রোডম্যাপ দেওয়া হয়েছে

প্রকাশকালঃ ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১২:১৭ অপরাহ্ণ ৪৬৬ বার পঠিত
জামায়াত আমির: সরকারকে দুটি রোডম্যাপ দেওয়া হয়েছে

ঢাকা প্রেস
টাঙ্গাইল প্রতিনিধি:-



 

জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে টাঙ্গাইলে সেনাবাহিনীর নিহত লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনের পরিবারের সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের জানিয়েছেন, তারা সরকারকে দুটি রোডম্যাপ দিয়েছে। প্রথমটি সংস্কার এবং দ্বিতীয়টি নির্বাচন। তিনি বলেন, "প্রথমটি সফল না হলে দ্বিতীয়টা ব্যর্থ হবে। আমরা কোনো ব্যর্থ নির্বাচন চাচ্ছি না। আমরা চাচ্ছি সফল ও গ্রহণযোগ্য নির্বাচন।"
 

তানজিম হত্যাকাণ্ডের এক মাস আগে জামিন পেয়ে বের হওয়া সন্ত্রাসীদের কথা উল্লেখ করে ডা. শফিকুর বলেন, "এই সন্ত্রাসীরা জেল থেকে বের হয়েই এরা বড় ধরনের দুর্ঘটনা ঘটিয়ে ফেললো। একইভাবে শীর্ষ সন্ত্রাসীরা জামিনে বের হয়েছে। আরও অনেকেই বের হয়েছে। এসব ঘটনার সাথে যদি কোনো যোগসূত্র থাকে অবশ্যই তাতে দুর্বলতা দেখানোর কোনো সুযোগ নাই। সরকারকে কঠোর হতে হবে। সরকার ও জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ আমাদের সবার, কোনো দলের নয়, কোনো ব্যক্তির নয়।"
 

সরকার পতনের আন্দোলন পূর্বপরিকল্পিত কিনা জানতে চাইলে তিনি বলেন, এটি কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলনের ফলাফল। সরকারের দায়িত্বশীল আচরণের অভাবে পরিস্থিতি এ পর্যায়ে এসেছে। তিনি আরও বলেন, "সরকার শুরুতে দাবি মানলে এমনটি হত না। যে সময় সরকার দরজা খুলেছে তখন অনেক দেরি হয়ে গেছে।"
 

শেখ হাসিনার দেশত্যাগ ও রাজনীতি বিষয়ে মন্তব্য করে ডা. শফিকুর বলেন, "তিনি দেশ ছেড়ে চলে গিয়েছেন। তিনি পালিয়ে গিয়েছেন এটা আমি বলতে চাই না। কারণ একটা রাজনীতিবিদের বিষয়ে এ কথা বললে আমার নিজেরই লজ্জা লাগে। তিনি সরে গিয়েছেন নিশ্চয় তিনি উপলব্ধি করেছেন দেশের মানুষ তাকে ভালোবাসে না। যেহেতু দেশের মানুষ তাকে ভালোবাসে না। তাই তার রাজনীতি করার কোনো মানে হয় না। তিনি গিয়েছেন জাতি মুক্ত হয়েছেন।"