কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি অব্যাহত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ এপ্রিল ২০২৫ ০৫:১৮ অপরাহ্ণ   |   ৯২ বার পঠিত
কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি অব্যাহত

অনলাইন ডেস্ক:-

 

কাশ্মির সীমান্তে ভারতীয় ও পাকিস্তানি সেনাদের মধ্যে গোলাগুলি অব্যাহত রয়েছে। ২৪ এপ্রিল মধ্যরাতে পাকিস্তানি সেনারা প্রথম ফাঁকা গুলি ছোড়া শুরু করলে ভারতীয় সেনারা পাল্টা গুলি চালায়। জম্মু ও কাশ্মিরের সঙ্গে পাকিস্তানশাসিত কাশ্মিরকে পৃথককারী ৭৪০ কিলোমিটার দীর্ঘ সীমান্তজুড়ে এ গোলাগুলি চলছে।
 

ভারতীয় সেনা কর্মকর্তাদের বরাতে জানা গেছে, এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সীমান্তে বাড়তে থাকা এই উত্তেজনায় পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। রয়টার্সের অনুরোধ সত্ত্বেও কোনো সেনা কর্মকর্তা সাড়া দেননি।
 

এদিকে, ২২ এপ্রিল জম্মু ও কাশ্মিরের পেহেলগামের বৈসরণ উপত্যকায় এক জঙ্গি হামলায় ২৫ জন ভারতীয় ও ১ জন নেপালি পর্যটক নিহত হন। হামলার দায় স্বীকার করেছে 'দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট' (টিআরএফ) নামের সন্ত্রাসী গোষ্ঠী। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, টিআরএফ মূলত পাকিস্তানের লস্কর-ই-তৈয়বার (এলইটি) একটি উপশাখা, যার সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
 

সাম্প্রতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে ইসলামাবাদ ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিয়েছে। পাকিস্তান কর্তৃপক্ষ ভারত-পাকিস্তান সীমান্ত বন্ধ করেছে, শিখ ধর্মাবলম্বী ছাড়া সব ভারতীয় নাগরিকের ভিসা বাতিল করেছে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত করেছে। পাল্টা প্রতিক্রিয়ায় ভারতও পাকিস্তানের বিরুদ্ধে একাধিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
 

বিশেষজ্ঞরা মনে করছেন, এই অবস্থা কাশ্মিরের পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে এবং ভারত-পাকিস্তান সম্পর্কের সামগ্রিক উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে।

সূত্র: রয়টার্স