পাবনার ঈশ্বরদীতে শৈত্যপ্রবাহের জন্য টানা তিনদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
প্রকাশকালঃ
২৩ জানুয়ারি ২০২৪ ১১:৪২ পূর্বাহ্ণ ১৫২ বার পঠিত
পাবনার ঈশ্বরদীতে টানা তিনদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তাপমাত্রা অস্বাভাবিকভাবে নেমে যাওয়ায় এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাবনা শিক্ষাবোর্ডের নির্দেশে ঈশ্বরদী উপজেলায় টানা তিনদিন, ২২ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত, সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
ঈশ্বরদী উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুস সালাম জানান, গত কয়েকদিন ধরে ঈশ্বরদীতে শৈত্যপ্রবাহ চলছে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক কমে গেছে। তাই শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, শৈত্যপ্রবাহ অব্যাহত থাকলে আরও কিছুদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হতে পারে।
ঈশ্বরদীতে গতকাল সোমবার সকাল ৮টার তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের চেয়ে অনেক কম।