ঢাকা প্রেস নিউজ
হাইকোর্ট বিভাগের দুই বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন—বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের এই নিয়োগ প্রদান করেছেন।
সোমবার আইন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের ঘোষণা দেয়, যেখানে উল্লেখ করা হয় যে এই নিয়োগ শপথ গ্রহণের দিন থেকে কার্যকর হবে।
এদিকে, সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, মঙ্গলবার সকাল ১০:৩০ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নবনিযুক্ত দুই বিচারপতির শপথ গ্রহণ করাবেন।
বর্তমানে আপিল বিভাগে পাঁচজন বিচারপতি কর্মরত রয়েছেন। নতুন দুই বিচারপতি যোগ দেওয়ার পর এই সংখ্যা বেড়ে দাঁড়াবে সাতজনে। এর মধ্যে বিচারপতি ফারাহ মাহবুব আপিল বিভাগের ইতিহাসে পঞ্চম নারী বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন।