সাধারণ বীমা কর্পোরেশনের তিন ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ

প্রকাশকালঃ ২৮ জুলাই ২০২৪ ০৩:৩৫ অপরাহ্ণ ৫৯ বার পঠিত
সাধারণ বীমা কর্পোরেশনের তিন ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ

সাধারণ বীমা করপোরেশনের আইটিসংশ্লিষ্ট তিন ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষার তারিখ ও কেন্দ্রের নাম প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাধারণ বীমা করপোরেশনের আইটিসংশ্লিষ্ট সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট (গ্রেড–৪), অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (গ্রেড–৯) ও কন্ট্রোল অপারেটর (গ্রেড–১৬) পদে নিয়োগের জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ১০ আগস্ট শনিবার অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা তিনটায় মতিঝিল কলোনী উচ্চবিদ্যালয়, মতিঝিল, ঢাকায় এই পরীক্ষা নেওয়া হবে।

 

মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৪৬। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আবেদনকারী প্রার্থীদের মধ্যে যোগ্য প্রার্থীদের পত্রযোগাযোগের ঠিকানায় (বর্তমান ঠিকানা) ইতিমধ্যে ডাকযোগে প্রবেশপত্র পাঠানো হয়েছে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। কোনো প্রার্থীর প্রবেশপত্র–সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সাধারণ বীমা করপোরেশনের প্রধান কার্যালয়ের মানবসম্পদ বিভাগে যোগাযোগের পরামর্শ দেওয়া হলো।