আসন্ন বাফুফে অ-১৪ একাডেমি কাপ জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবলে অংশগ্রহণ এবং একাডেমির কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির উদ্যোগে অ-১৪ দলের ট্রায়াল ম্যাচ ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
৩৯ নম্বর ওয়ার্ডস্থ দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি প্রাঙ্গণে শুক্রবার বিকেল ৩টায় অ-১৪ দলের ট্রায়াল ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৪টায় একাডেমিতে নিবন্ধিত খেলোয়াড়দের বৈধ অভিভাবকদের সঙ্গে এক জরুরি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, উক্ত মতবিনিময় সভায় প্রতিটি খেলোয়াড়ের একজন করে অভিভাবক বা প্রতিনিধি উপস্থিত থাকা বাধ্যতামূলক।
এছাড়া একাডেমির কেবিনেট মিটিং বা পরিচালকদের বর্ধিত সভা আগামী শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বন্দরটিলা এলাকার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে।
একাডেমির সকল সংশ্লিষ্টদের নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।