ঢাকা প্রেস
শ্রীপুর প্রতিনিধি:-
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে গোটা এলাকায় বিপদ সৃষ্টি হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে স্থানীয় এক ব্যক্তি অবৈধভাবে গ্যাসের সংযোগ দিচ্ছেন। এই অবৈধ সংযোগগুলি ত্রুটিপূর্ণ হওয়ায় যেকোনো সময় বিস্ফোরণের আশঙ্কা রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রামের প্রায় শতাধিক বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, এই অবৈধ কাজের জন্য প্রতি বাড়ি থেকে ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে।
স্থানীয় প্রভাবশালী ব্যক্তিজনের সহায়তায় রাতের আঁধারে এই অবৈধ কাজ চলছে। অবৈধ সংযোগগুলি ত্রুটিপূর্ণ হওয়ায় যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয় প্রশাসন ও তিতাস গ্যাস কর্তৃপক্ষকে এ ব্যাপারে অবগত করা হলেও এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ময়মনসিংহের ভালুকার তিতাস গ্যাসের ব্যবস্থাপক শাহজাহান মিয়া ঢাকা প্রেসকে জানিয়েছেন, তাঁরা এই বিষয়ে অবগত এবং দ্রুততম সময়ের মধ্যে অবৈধ সংযোগগুলি বিচ্ছিন্ন করার জন্য পুলিশের সহযোগিতা নেওয়া হবে।
শ্রীপুরের এই ঘটনা স্পষ্ট করে দেয় যে, অবৈধ গ্যাস সংযোগ কতটা বিপজ্জনক হতে পারে। প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে, নাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।