বিয়ের পর মাতৃত্বের সঙ্গে কাজের উদ্দীপনা বেড়ে গেছে: লুইপা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ নভেম্বর ২০২৫ ০২:৩৯ অপরাহ্ণ   |   ৪৫ বার পঠিত
বিয়ের পর মাতৃত্বের সঙ্গে কাজের উদ্দীপনা বেড়ে গেছে: লুইপা

অনলাইন ডেস্ক-বিনোদন

 

শৈশব-কৈশোর এমন এক সময়, যখন ভালো লাগা কাজ করতেই ইচ্ছে হয়। যিনি দিনভর গান শোনেন ও নিজে নিজে গেয়ে থাকেন, তিনি কি ভবিষ্যতে শিল্পী হতে চান—এই প্রশ্নের উত্তর সব সময় ‘হ্যাঁ’ নয়। বাংলাদেশের কণ্ঠশিল্পী জিনিয়া জাফরিন লুইপার ক্ষেত্রে এটি সত্যি। নিজের মৌলিক গান ছাড়াও তিনি নন্দিত শিল্পীদের কালজয়ী গান কণ্ঠে তুলে অগণিত শ্রোতার মনোযোগ আকর্ষণ করেছেন।
 

লুইপার সংগীতে হাতেখড়ি পেয়েছিলেন মাত্র তিন বছর বয়সে। শৈশবেই তিনি গানের পাশাপাশি নাচ, অভিনয় ও আবৃত্তিতেও দক্ষতা অর্জন করেছিলেন। সেই প্রতিভা কাজে লাগিয়ে জাতীয় ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতেছেন ১৪টি স্বর্ণপদক। এছাড়া ‘নতুন কুঁড়ি’ ও ‘শাপলা কুঁড়ি’-তে সেরা প্রতিযোগী হিসেবে নির্বাচিত হয়েছেন এবং রিয়েলিটি শো ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’-তে দর্শক ও সংগীতপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছেন।
 

লুইপা বলেন, “বড় হয়ে কী হব, তা নিয়ে ছোটবেলায় কোনো পরিকল্পনা ছিল না। গান ভালো লাগতো, তাই শুনতাম ও নিজে নিজে গাইতাম। বাবা-মা তখন আমাকে গানের পাশাপাশি বাংলাদেশ শিশু একাডেমিতে অভিনয়, নাচ, আবৃত্তি শেখার সুযোগ করে দিয়েছিলেন। প্রতিযোগিতায় অংশ নেওয়া, পুরস্কৃত হওয়া—সবকিছুই ভবিষ্যতের রূপরেখা তৈরি করেছিল।”
 

যদিও ‘ছায়াবাজী’ অ্যালবাম, ‘জেন্টলম্যান’, ‘নাচ ময়ূরী নাচ’ এবং বিভিন্ন শিল্পীর কভার গানগুলো শুনে অনেকে মনে করেন লুইপা সর্বদা পেশাদার ও প্রতিষ্ঠিত শিল্পী, তিনি নিজেই মনে করেন সময়ই তাঁর পথচলার দিশা ঠিক করেছে। রিয়েলিটি শোয়ে নিয়মিত গান গাওয়ার সুযোগ, আলমগীর হোসেনের সঙ্গে পরিচয় এবং তারপর সংসার ও শিল্পী জীবনের সমন্বয়—সবই স্বাভাবিকভাবে এসেছে।
 

লুইপা বলেন, “বিয়ের পর জানা গেল শুধু মাতৃত্ব নয়, শিল্পী হিসেবে পথচলার গতিও বেড়ে যাবে। জীবনসঙ্গী যখন সব কাজের অনুপ্রেরণাদাতা হয়, তখন থেমে থাকার অবকাশ থাকে না। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে।”
 

প্রমাণ হিসেবে সামনে এসেছে সদ্য প্রকাশিত গান ‘চুড়ি ছাম ছাম’, যা শোনার পর শ্রোতারা লুইপাকে নতুনভাবে আবিষ্কার করেছেন। বিয়ের মৌসুমে এই ধরনের গান প্রত্যাশিতও ছিল। এছাড়া, তার ইউটিউব চ্যানেলে আরও ভিন্নধাঁচের গান প্রকাশিত হবে। লুইপা রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার-আগামীর কণ্ঠস্বর’-এর বিচারক হিসেবেও খুদে প্রতিভা অন্বেষণে ব্যস্ত থাকবেন।