ডিবির হাতে এডিসি সুমন রেজাকে ছুরিকাঘাতকারী ছিনতাইকারী গ্রেপ্তার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৫ আগu ২০২৫ ০৯:৪০ অপরাহ্ণ   |   ৩১ বার পঠিত
ডিবির হাতে এডিসি সুমন রেজাকে ছুরিকাঘাতকারী ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীর সোনারগাঁও হোটেল সংলগ্ন ক্রসিংয়ে দায়িত্ব পালনকালে ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. সুমন রেজাকে ছুরিকাঘাত করে পালানো সেই ছিনতাইকারীকে অবশেষে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনাটি ঘটে গত ১২ আগস্ট সকালে।
 

ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কারওয়ান বাজার এলাকায় এডিসির ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ছিনতাইকারীকে শনাক্ত করে ডিবি আটক করেছে।
 

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে শিগগিরই বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।