শুভ্রর পরিচালনায় এনটিভিতে শুরু হচ্ছে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ জানুয়ারি ২০২৫ ১২:৩৯ অপরাহ্ণ   |   ৭৩ বার পঠিত
শুভ্রর পরিচালনায় এনটিভিতে শুরু হচ্ছে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’

ঢাকা প্রেস
মোহাম্মদ তারেক, বিশেষ প্রতিনিধি:-

 

শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত বুদ্ধিবৃত্তিক ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ এর সম্প্রচার। সারাবিশ্বে জনপ্রিয় এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে এনটিভির পর্দায় এবং ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ’র ওয়েবসাইট ও অ্যাপে। ২২ জানুয়ারি, বুধবার রাজধানী ঢাকার একটি অভিজাত হোটেলে শো এর গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানে আয়োজকবৃন্দ আনুষ্ঠানকিভাবে এ ঘোষণা দেন।

 


 

অনুষ্ঠানটির সঞ্চালক হিসেবে সম্পূর্ণ নতুন ভূমিকায় হাজির হচ্ছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। সাথে থাকছে তার চিরচেনা আকর্ষণ ও উষ্ণতা। তাহসানের এমন রূপ দর্শকরা আগে কখনো দেখেননি, খেলতে আসা পরিবারগুলোর সদস্যদের সাথে খুব সহজেই মিশেছেন, তাদের সাথে আড্ডা দিয়েছেন, জেনে নিয়েছেন তাদের গল্পগুলো। আর পুরো পর্বজুড়েই তাকে দারুণ উচ্ছ্বসিত দেখা গেছে। মঞ্চে নিজস্বতা ধরে রেখে দর্শকদের জন্য অসাধারণ এক অভিজ্ঞতার গাঁথুনি গেঁথেছেন তিনি।
 

গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানে তাহসান খান তার উপস্থাপনার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, এটি আামর জন্য নতুন একটি অভিজ্ঞতা ছিলো। এই অনুষ্ঠানের মূল স্টার হচ্ছেন যে সকল ফ্যামিলি গেম শোতে এসেছেন তারা এবং আমাদের রিসার্চ টিম। কারণ তারাই মূল কাজটি করেছেন। শোতে এমন কিছু প্রশ্ন থাকবে যেগুলোর প্রশ্ন করার ধরন এবং উত্তরগুলো খুবই ইন্টারেস্টিং। আমি দারুণ এনজয় করেছি। আশাকরি দর্শকও এ ফ্যামিলি গেম শোটি দারুণভাবে উপভোগ করবেন।
 

তিনি বলেন, আমাদের সংস্কৃতির সাথে মানানসই এই শো’টি, পারিবারিক সম্পর্ক এবং বন্ধনের গুরুত্ব তুলে ধরে। আমি বিশ্বাস করি, এই ধরনের শো আমাদের সমাজে ইতিবাচক এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করতে সাহায্য করবে। ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর শুটিং চলাকালীন পুরোটা সময়, আমি এবং শোতে অংশগ্রহণকারী পরিবারগুলো খুবই মজার ও আনন্দময় একটি সময় পার করেছি। আমারতো এই শো’টি খুবই ভালো লেগেছে এবং অপেক্ষায় আছি পর্দায় দেখার জন্য। আমার বিশ্বাস আমার মতো সবার মন জয় করে নেবে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ উইথ তাহসান’। বিশ্বব্যাপী ৭৫ টিরও বেশি দেশের মানুষের মন জয় করে বাংলাদেশে এসেছে ‘Family Feud’. প্রথমবারের মতো এমন একটি আন্তর্জাতিক শো-তে আমি হোস্টিং করতে পেরে, অত্যন্ত সম্মানিত ও আনন্দিত।
 

তাহসান আরও বলেন, কোন আয়োজন আমার মন মতো না হলে আমি কখনোই তার প্রশংসা করিনা। কিন্তু এটি এমন একটি শো যা আমি দারুণভাবে উপভোগ করেছি। অনেক কিছু জেনেছি। পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটি শো হচ্ছে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’।
 

বঙ্গ’র সিইও আহাদ মোহাম্মদ বাংলাদেশে ‘ফ্যামিলি ফিউড’-এর আগমন ও দেশের বিনোদন জগতে এর ইতিবাচক প্রভাব সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের মন জয় করেছে ‘ফ্যামিলি ফিউড’, এত জনপ্রিয় এই অনুষ্ঠানটি বাংলাদেশে আনতে পেরে আমরা ভীষণ আনন্দিত। পারিবারিক বন্ধন ও সম্পর্ক উদযাপন করা এই অনুষ্ঠানটি আমাদের সংস্কৃতি ও মূল্যবোধেরই প্রতিফলন।’
 

তিনি আরো বলেন, ‘বঙ্গ-তে আমরা সবসময় দর্শকদের কাছে নতুন ও আকর্ষণীয় কন্টেন্ট পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ। ‘শার্ক ট্যাংক বাংলাদেশ’-এর অসাধারণ সাফল্যের পর, ‘ফ্যামিলি ফিউড’-এর মত আরেকটি বিশ্বব্যাপী জনপ্রিয় শো আনতে পেরে আমরা উচ্ছ্বসিত। আমরা বিশ্বাস করি, এই অনুষ্ঠানটি বিনোদনের পাশাপাশি ইতিবাচকতা ও ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দিবে। ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ উইথ তাহসান’ দর্শকদের মন জয় করে নিবে বলে আমার বিশ্বাস। আমরা তাদের প্রতিক্রিয়া জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
 

সারাবিশ্বে জনপ্রিয় এই অনুষ্ঠানটি আগামী ২৭ জানুয়ারি রাত সাড়ে ৯টা থেকে সম্প্রচারিত হবে এনটিভির পর্দায় এবং ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ’র ওয়েবসাইট ও অ্যাপে। ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর টেলিভিশন সম্প্রচার সহযোগী হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে এনটিভির ব্যবস্থাপনা পরিচালক আশফাক উদ্দিন আহমেদ বলেন, এনটিভি সবসময় এমন অনুষ্ঠান সম্প্রচার করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা দর্শকদের বিনোদন দেয়, অনুপ্রাণিত করে এবং তাদের সঙ্গে সংযোগ স্থাপন করে। বিশ্বব্যাপী জনপ্রিয় ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এ অংশীদার হওয়া আমাদের সেই অঙ্গীকারের একটি উদাহরণ, যেখানে আমরা বাংলাদেশের দর্শকদের জন্য নতুন ও মনোরম সব অনুষ্ঠান নিয়ে আসতে কাজ করছি। আমরা বিশ্বাস করি, এই শোটি প্রতিটি পরিবারের প্রিয় হয়ে উঠবে এবং আমরা দর্শকদের উষ্ণ প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় রয়েছি। শো’টি আমাদের দর্শকদের জন্য নিয়ে আসতে পেরে আমরা গর্বিত। কোটি কোটি মানুষের ভালোবাসা পাওয়া এই শো’টি আমাদের মানসম্মত ও অর্থবহ বিনোদন প্রদানের লক্ষ্যকে প্রতিফলিত করে। এই শো-তে পারিবারিক সম্পর্ক উদযাপন এবং বন্ধন দৃঢ় করার যে মূল ভাবনা, তা আমাদের দেশের সংস্কৃতির সঙ্গে গভীরভাবে মিলে যায়।
 

ফ্যামিলি ফিউড বাংলাদেশে থাকছে ২৪ টি পর্ব, প্রতি পর্বে দুটো পরিবার মুখোমুখি হবে। মোট তিনটি রাউন্ডে সার্ভে প্রশ্নের সেরা উত্তরগুলো অনুমান করে পয়েন্ট জিতে নেয়ার সুযোগ থাকছে, সাথে থাকছে নগদ পুরষ্কার ও বিশেষ উপহার। বিজয়ী টিম পাবে ‌’ফাস্ট মানি’ নামের বোনাস রাউন্ড খেলার সুযোগ। দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয় থেকে শুরু করে নানারকম ট্রেন্ডি টপিক নিয়ে এসব প্রশ্ন করা হয়েছে- আর প্রশ্নের মধ্যে থাকছে দেশি টুইস্ট। আনন্দ, উত্তেজনা ও বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতায় পরিপূর্ণ এই অনুষ্ঠানে থাকছে বেশ কয়েকটি স্পেশাল এপিসোড। এই স্পেশাল এপিসোডগুলোতে থাকবেন মনোজ প্রামাণিক, শাহনাজ খুশি, বৃন্দাবন দাশ, মৌসুমী মৌ ও মারিয়া কিসপট্টার মতো তারকারা, যা অনুষ্ঠানটিতে যোগ করবে বিনোদনের নতুন মাত্রা।
 

‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর পরিচালক ওয়াহিদুল ইসলাম শুভ্র বলেন, আমি সবসময়ই চেষ্টা করি দর্শকদের এমন একটি শো উপহার দিতে যার নির্মাণে থাকে চমক ও নান্দনিকতা। ফ্যামিলি ফিউড বাংলাদেশ তেমনই একটি ফ্যামিলি শো। যার মূল লক্ষ্যই হচ্ছে পরিবারের সবাইকে নিয়ে একসাথে আনন্দ উদযাপন করার সুযোগ তৈরি করা ও কাছের মানুষদের সাথে বন্ধন দৃঢ় করা। পরিবারের সদস্য কিংবা বন্ধু- যার সাথেই দেখেন না কেন, ম্যাজিকাল একটা সময় কাটবে, সাথে মুগ্ধ হবেন আপনি।
 

ফ্যামিলি গেম শোটি কেমন হবে তার লাইভ এক্সপেরিয়েন্স সবার সাথে শেয়ার করতে তাৎক্ষনিকভাবে উপস্থিত সাংবাদিকদের মধ্য হতে ১০ জনকে আমন্ত্রণ জানানো হয়। এবং তাহসানের উপস্থাপনায় তাদেরকে ২টি গ্রুপে বিভক্ত করে একটি গেম শো খেলা হয়। এতে টানটান উত্তেজনার মধ্যদিয়ে একপক্ষ বিজয়ী হয়।
 

আয়োজক সূত্রে জানা যায়, প্রতি সোমবার একই সময়ে সম্প্রচারিত হবে নতুন নতুন এপিসোড। তবে কোনো কারণে কেউ কোনো এপিসোডের সম্প্রচার মিস করলেও তা নিয়ে চিন্তা নেই। যেহেতু এপিসোডগুলো বঙ্গ-তে থাকবে তাই যেকোনো সময়ে দেখা যাবে। এছাড়া প্রতি মঙ্গলবার দুপুর ১ টায় এনটিভিতে পুনঃসম্প্রচার করা হবে আগের দিনের এপিসোড। সারা বিশ্বের অসংখ্য মানুষের মন জয় করে অনুষ্ঠানটির বাংলাদেশি সংস্করণ হচ্ছে ‘ফ্যামিলি ফিউড’ বাংলাদেশ’। অনুষ্ঠানটি সব বয়সী দর্শকদের স্মরণীয় ও আনন্দময় কিছু মুহুর্ত উপহার দেবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
 

ফ্যামিলি ফিউড বাংলাদেশ এর প্রথম সিজনে ব্রডকাস্ট পার্টনার হিসেবে এনটিভি, টাইটেল স্পন্সর হিসেবে ডাবর, পাওয়ারড বাই স্পন্সর হিসেবে আয়গ্যাজ, বেভারেজ পার্টনার হিসেবে সানকুইক, প্রাইজ মানি পার্টনার হিসেবে প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, স্ন্যাক পার্টনার হিসেবে অলিম্পিক ফুডি, ই-কমার্স পার্টনার হিসেবে পিকাবু, সিকিউরিটি পার্টনার হিসেবে ইউরো ভিজিল, ওয়ারড্রোব পার্টনার হিসেবে ক্লথ স্টুডিও, মেকওভার পার্টনার হিসেবে সাজগোজ, হসপিটালিটি পার্টনার হিসেবে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, ব্যাক স্টোরি পার্টনার হিসেবে অলস মস্তিষ্ক, লাইফস্টাইল পার্টনার হিসেবে সুন্দরা এবং গিফট পার্টনার হিসাবে থাকছে জয় সিনেমাস।