প্যারোলে মুক্তি চেয়ে ট্রাইব্যুনালে ডা. দীপু মনির আবেদন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের নির্দেশ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩০ এপ্রিল ২০২৫ ০৩:৫৯ অপরাহ্ণ   |   ৯০ বার পঠিত
প্যারোলে মুক্তি চেয়ে ট্রাইব্যুনালে ডা. দীপু মনির আবেদন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের নির্দেশ

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে আটক সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন শুনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শুনানি শেষে ট্রাইব্যুনাল তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জমা দেওয়ার পরামর্শ দিয়েছে।
 

বুধবার (৩০ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, ডা. দীপু মনি তার স্বামীর অসুস্থতার কারণে প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন। শুনানিতে বিষয়টি বিবেচনায় নেওয়া হলেও ট্রাইব্যুনাল বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেয়।
 

আবেদনে উল্লেখ করা হয়, ডা. দীপু মনির স্বামী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং তার সেবায় উপস্থিত থাকা প্রয়োজন।
 

প্রসঙ্গত, গত ১ আগস্ট রাজধানীর বারিধারা এলাকা থেকে ডা. দীপু মনিকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ১৩ আগস্ট ঢাকার মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে পেনাল কোডের ৩০২/১৪৯/৩৪ ধারায় হত্যা মামলা দায়ের করা হয়।
 

মামলার অভিযোগে বলা হয়, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় সারা দেশে হাজার হাজার ছাত্র-জনতা শান্তিপূর্ণ মিছিল-সমাবেশে অংশ নেন। কিন্তু এসব কর্মসূচিতে নির্বিচারে গুলি চালানো হয়, যাতে বহু মানুষ নিহত ও আহত হন। এই ঘটনার দায়েই ডা. দীপু মনির বিরুদ্ধে মামলাটি করা হয়।