ঢাকা জেলা সিএনজি অটোরিক্সার মহানগরীতে চলাচলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৬ জানুয়ারি ২০২৫ ০৫:৫৬ অপরাহ্ণ   |   ৬৯০ বার পঠিত
ঢাকা জেলা সিএনজি অটোরিক্সার মহানগরীতে চলাচলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ঢাকা প্রেস নিউজ


৫ জানুয়ারি ২০২৫, রবিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা জেলা সিএনজি অটোরিক্সা মালিক/শ্রমিক কল্যাণ সোসাইটির উদ্যোগে একটি মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির মূল দাবি ছিল "ঢাকা-থ" নম্বরের সিএনজি অটোরিক্সাগুলিকে মহানগরীতে চলাচলের অনুমতি প্রদান।
 

সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি মো. জুয়েল মালতীয়া, এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন। সভায় বক্তব্য রাখেন সোসাইটির উপদেষ্টা মো. আব্দুল জাব্বার, ২৬৪০ এর সভাপতি মো. আলমগীর কবীর, কার্যকরী সভাপতি মো. মনির, ২৯৭৮ এর সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন দুলাল, শেখ হানিফ, এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এএম ফয়েজ হোসেন।
 

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা মিছিলসহ পুলিশ কমিশনারের কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন। বেইলি রোডে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়, ফলে শ্রমিকরা সড়কেই অবস্থান গ্রহণ করেন। পরবর্তীতে তিন সদস্যের একটি প্রতিনিধি দল পুলিশ কমিশনারের সাথে সাক্ষাৎ করে তাদের দাবি-দাওয়া পেশ করেন। কমিশনার তাদের আশ্বস্ত করলে কর্মসূচি শেষ করে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে ফিরে যান।