ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-
রবিবার ১০ নবেম্বর সিদ্ধিরগঞ্জ থানা ধীন চৌধুরী বাড়ি পিএম নিটেক্স এপারল্যেস গার্মেন্টস শ্রমিক দের ৮দফা দাবীতে সড়ক অবরোধ করে আন্দোলন করেছে।
দাবী গুলো হচ্ছে প্রতি মাসের সাত তারিখের মধ্যে বেতন পরিশোধ করতে হবে, অর্জিত ছুটির টাকা প্রদান ও অন্যায় ভাবে চাকরি চুত না কারা, মাতৃত্বকালিন সুবিধা প্রদান করা,হাজিরা বোনাস চারশত টাকা থেকে আটশত টাকা করা, অতিরিক্ত ডিউটির নাস্তার টাকা বৃদ্ধি করা, দাবির কারণে কোন শ্রমিককে হয়রানি বা মিথ্যা মামলা না দেওয়া, অনু-উপস্থিত এর বেশি হাজিরা না কাটা।
সরেজমিনে দেখা গিয়েছে দুপুর দুইটায় থেকে শুরু করে বিকেল ৪.৪৫ মিনিট সময় পর্যন্ত এই আন্দোলন চলতে থাকে। এতে করে নারায়ণগঞ্জ আদমজী সড়ক প্রায় আড়াই ঘন্টা জান চলাচল বন্ধ থাকে, বিপাকে পড়েন পথচারী ও বিভিন্ন মালবাহী গাড়ি।
এদিকে সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আল মামুন
আন্দোলন কারি শ্রমিকদের সঙ্গে কথা বলে পিএম নিটেক্স ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে গেলে
সিদ্ধিরগঞ্জ জুনের সেনাবাহিনীর মেজর আশরাফ এর নেতৃত্বে একটি চৌকস টিম এসে আন্দোলন কারি শ্রমিক দের সঙ্গে কথা বলেন। পরে সবাইকে যানবাহন চলাচলের জন্য রাস্তা ছেড়ে গার্মেন্টসের ভিতরে অবস্থান করার অনুরোধ করলে আন্দোলন কারিরা রাস্তা ছেড়ে ফ্যাক্টরির ভিতরে অবস্থান করেন।
এসময় সেনাবাহিনীর মেজর আশরাফ, সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আল মামুন, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন জেলা সভাপতি এফ,এম আবু সাঈদ সহ শ্রমিক দের ২০ জনের একটি প্রতিনিধি দল পিএম নিটেক্সের কর্ণধার রতন বাবুর সঙ্গে আলোচনা করে সকল দাবি মেনে নিলে শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করে।