আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
ছাত্রলীগ ও ছাত্র শিবিরের একাধিক নেতাকর্মীকে নেতৃত্ব দিয়ে রাজারহাট উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণার অভিযোগ করেছেন ওই সংগঠনটির আগে থেকে নেতৃত্ব দিয়ে আসা নেতাকর্মীরা। এঘটনায় তারা নতুন কমিটি প্রত্যাখান করে সংবাদ সম্মেলন করেছেন।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের সভাপতি আব্দুল আজিজ নাহিদ ও সদস্য সচিব ফয়সাল আহমেদ সাগরের সই করা ৪২ সদস্য বিশিষ্ট রাজারহাট উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়। এরপরপরই উপজেলা বৈষম্যবিরোধী ছাত্রদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে বৃহস্পতিবার রাতেই রাজারহাট উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রাজারহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, রাজারহাট উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটিতে রংপুর সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আবু মো. হাছান মেহেদিকে মুখ্য সংগঠক, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সুজন ইসলামকে যুগ্ম আহ্বায়ক, উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাইদুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক, রাজারহাট উপজেলা ছাত্র শিবিরের অফিস সম্পাদক মাহিন ইসলামকে যুগ্ম আহ্বায়ক, ছাত্র শিবির নেতা তোফায়েল ইসলামকে আহ্বায়ক করা হয়েছে।
এছাড়া মাহিম, হাসিব, ইমন, জিসান, মামুনুর রশিদ এবং খোকন মিয়াসহ ছাত্রলীগ ও ছাত্র শিবিরের ২৫ থেকে ৩০ জন নেতাকর্মীকে রাজারহাট উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে বলে তারা অভিযোগ করেন।
তারা দাবি করেন, নতুন কমিটিতে যাদেরকে পদ-পদবি দেওয়া হয়েছে, তাদের অধিকাংশই জুলাই আন্দোলনে ছিলেন না, অথবা খুবই গৌণ ভূমিকায় ছিলেন। অথচ যারা জানবাজি রেখে জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন সদ্য গঠিত কমিটিতে তারা মারাত্মকভাবে উপেক্ষিত হয়েছেন। ফলে এই কমিটিতে জুলাই আন্দোলনের আদর্শিক ও নৈতিক দিকগুলোর প্রতিফলন ঘটেনি এবং এই কমিটি জুলাই আন্দোলনের সঙ্গে স্পষ্টত বিশ্বাস ঘাতকতা বলেও তারা দাবি করেন।
সংবাদ সম্মেলন বক্তব্য লিখিত পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব কমিটির প্রধান সমন্বয়ক ও নব্য ঘোষিত কমিটির সদস্য সচিব আল মিজান মাহিন। এসময় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ফেরদৌস আহমেদ স্বচ্ছ, সদ্য ঘোষিত উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মর্তূজা কবির হৃদ্য, নতুন কমিটির সংগঠক জাকি হোসাইন, যুগ্ম সদস্য সচিব মুনতাসির আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মুঠোফোনে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ফয়সাল আহমেদ সাগর বলেন, ওই কমিটিতে আমি স্বাক্ষর করিনি, আমার স্বাক্ষর জাল করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে জেলা আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ বলেন, বিভিন্ন দল থেকে বেরিয়ে এসে অনেকেই জুলাই আন্দোলনে সম্পৃক্ত ছিলেন, সেক্ষেত্রে পূর্বের দলীয় পরিচয় বিবেচ্য নয়। জেলা কমিটির সবার সম্মতিতেই এই কমিটি করা হয়েছে বলেও তিনি দাবি করেন।