কিশোরগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশকালঃ ২০ ডিসেম্বর ২০২৪ ১০:১৩ অপরাহ্ণ ০ বার পঠিত
কিশোরগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার

ঢাকা প্রেস,সদর উপজেলা (কিশোরগঞ্জ) প্রতিনিধি:-

 

কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন (৬২) ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। র‌্যাব শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে বৌলাই হাবিবনগর বাজার থেকে তাকে আটক করে।
 

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মো. আবদুল্লাহ আল-মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
 

বোরহান উদ্দিনকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই মূলসতাল গ্রামের বাসিন্দা।
 

ওসি মো. আবদুল্লাহ আল-মামুন আরও জানান, বোরহান উদ্দিনকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।