আবুল কালাম আজাদ ভূঁইয়াঃ-
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাকে পৃথক উপজেলা বাস্তবায়নের দাবিতে সমাবেশ করা হয়েছে।
শনিবার বিকেলে শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শ্রীকাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল বাহার এর সভাপতিত্বে বাঙ্গরা বাজার উপজেলা বাস্তবায়নের দাবিতে জনসভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ গোলাম কিবরিয়া সরকার, বিশিষ্ট রাজনৈতিক নেতা মোঃ এনামুল আলম এনাম, কামরুল হাসান কেনাল, শেখ আলমগীর, আব্দুর রাজ্জাক রাজন,বলীঘর উচ্চ বিদ্যালয়ের সভাপতি তাহমিনা আক্তার, বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মদ, কথাসাহিত্যিক আবদুস সাত্তার, মাওলানা মোঃ মজিবুর রহমান, বাঙ্গরা বাজার থানা প্রেস ক্লাবের আহবায়ক এম কে আই জাবেদ, সাংবাদিক হাফেজ নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য বাকিছ মিয়া, ফোরকান উদ্দিন মেম্বার, স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের সভাপতি মোহাম্মদ সাজ্জাত হোসেন, সিঙ্গাপুর প্রবাসী তানভীর আহমেদ ভূঁইয়া। বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া ও মাহাবুল হাসান সরকার কমলের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: মোঃ মোস্তফা মাস্টার, ইসমাইল খান, অবসর সেনা সদস্য মোঃ ফরিদ মিয়া, রফিকুল ইসলাম বাহাদুর, কাজী হাবিবুর রহমান, শেখ নজরুল ইসলাম, তাজুল ইসলাম, ইউপি সদস্য জয়নাল আবেদীন, গোলাম কিবরিয়া, টিটন কুমার সরকার, বিশ্বজিৎ সরকার জিসু, আমিরুল হক, মোঃ পলাশ, সোহাগ চৌধুরী মামুন, হেলাল সরকার, মোঃ ইমরান এবং বিভিন্ন শ্রেণী পেশার ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, কুমিল্লার বৃহত্তর মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়ন নিয়ে গঠিত। প্রায় সাত লক্ষাধিক জনসংখ্যার অধ্যুষিত এই উপজেলা থেকে ২০১৬ সালে ১০টি ইউনিয়ন নিয়ে বাঙ্গরা বাজার থানা গঠিত হয়েছে। বর্তমানে বাঙ্গরা বাজার থানায় প্রায় ২ লাখ ৪৭ হাজার ১১২ জন জনসংখ্যা ( জনশুমারি ২০২২) রয়েছে। দ্রুত উপজেলা বাস্তবায়নের দাবিতে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার নিকট জোর দাবি জানিয়েছেন।