মোস্তফা আন্জুম ফাহিম, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম:
চট্টগ্রাম, ২৩ জানুয়ারি ২০২৬: চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় পলিথিনে মোড়ানো কাটা হাত ও পা পাওয়ার ঘটনায় রহস্যময় হত্যাকাণ্ডের সূত্রপাত হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম আনিস (৩৪)। তিনি প্রবাসী ছিলেন এবং সম্প্রতি দেশে ফিরে ব্যবসায় মনোনিবেশ করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আনিসের সঙ্গে সুফিয়া নামের এক নারীর দীর্ঘদিনের সম্পর্ক ছিল। পুলিশের প্রাথমিক অনুমান, আর্থিক বিবাদ ও পাওনা টাকা ফেরত চাওয়ার কারণে ঘটেছে এই নৃশংস হত্যাকাণ্ড। আনিস সম্প্রতি সুফিয়ার কাছে পাওনা টাকা দাবি করলে, সুফিয়া ও তার সহযোগী মুসা তাকে ডেকে নিয়ে হত্যা করে। নিহতের দেহ পঁচটি অংশে ভাগ করে পলিথিনে মোড়ানো অবস্থায় ফেলা হয়েছিল।
পুলিশ জানায়, হাতের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আনিসের পরিচয় নিশ্চিত হয়েছে। যদিও তার বাড়ি রাউজান এলাকায়, তিনি কয়েক বছর আগে জমি বিক্রি করে অন্যত্র চলে গিয়েছিলেন। মৃতদেহের কাটা হাত ও পা উদ্ধার করা হয়েছে, তবে শরীরের বাকি অংশ এখনও পাওয়া যায়নি। পুলিশ প্রাথমিকভাবে পাঁচজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে এবং হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট তথ্য জানাতে দুজন নারীকে নিয়ে অভিযান চালানো হচ্ছে।
পরিবার ও স্থানীয়রা জানান, আনিস ও সুফিয়ার মধ্যে আর্থিক লেনদেনের কারণে তর্কবিতর্কের একপর্যায়ে হত্যাকাণ্ড সংঘটিত হয়। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এবং সংশ্লিষ্টদের শাস্তির দাবিতে আন্দোলন শুরু হয়েছে। পুলিশও হত্যাকাণ্ডের পুরো চিত্র উদঘাটন ও বাকি দেহাংশ উদ্ধার করতে তৎপর।