স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত হয়নি: গিয়াসউদ্দিন

প্রকাশকালঃ ৩০ নভেম্বর ২০২৪ ০৩:২০ অপরাহ্ণ ০ বার পঠিত
স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত হয়নি: গিয়াসউদ্দিন

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-

 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, “১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে আমি রক্ত দিয়েছি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আজও ২০২৪ সালে আমরা আবারও রক্ত দিয়েছি, রাজপথ রঞ্জিত করেছি, আরেকবার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। স্বৈরাচারী শাসক পালিয়ে গেছে, কিন্তু সত্যিকার গণতন্ত্র এখনও প্রতিষ্ঠিত হয়নি।”
 

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির উদ্যোগে মিজমিজি পশ্চিমপাড়া উচ্চবিদ্যালয় মাঠে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, দখলদারিত্ব ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন। জনসভায় অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে মিছিল, ফেস্টুন ও ব্যানার নিয়ে বিএনপির নেতাকর্মীরা যোগ দেন, ফলে জনসভায় নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
 

মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, “যে ব্যক্তির সন্তানদের বয়স ৩৫ থেকে ৩৮, তারা গত তিনটি নির্বাচনে ভোট দিতে পারেননি। ফ্যাসিস্ট শেখ হাসিনা দিনের ভোট রাতে করেছে, ভোটারবিহীন ভোট আয়োজন করেছে, আমি-তুমি ড্যামির নির্বাচন করেছে। এমনকি যুবক-যুবতীদেরও ভোট দেওয়ার সুযোগ দেয়নি। এখন দেশের মানুষ নতুন আশায় বুক বেঁধে আছেন, তারা আশা করছেন, দ্রুত তাদের ভোটের অধিকার ফিরে পেয়ে তারা তাদের পছন্দের নেতা নির্বাচিত করে দেশের শাসনভার দেবেন।”
 

তিনি আরও বলেন, “আপনারা যারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অংশ, আপনাদের মনে রাখা উচিত যে, আপনারা নির্বাচিত সরকার নন। আপনারা জনগণের ম্যান্ডেটে সরকার গঠন করেছেন। কিন্তু দীর্ঘদিন ক্ষমতায় থাকার সুযোগ এই দেশের মানুষ আপনাদের দিতে যাবে না। আপনাদের দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। নির্বাচন সংক্রান্ত রোডম্যাপ দ্রুত ঘোষণা করতে হবে, যাতে জনগণের মধ্যে এ সরকারের প্রতি আস্থা ও বিশ্বাস পুনরুদ্ধার হয়।”
 

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এ সরকার ক্ষমতার লোভে নয়, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চায়। সুতরাং, দ্রুত জনগণের আস্থা অর্জনের জন্য ব্যবস্থা গ্রহণ করুন।”
 

জনসভায় আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মো. মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার মনিরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ মোল্লা, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, জেলা শ্রমিক দলের সভাপতি মো. মন্টু মেম্বার, এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।