ভারতে আরও ৫০ জন বিচারক প্রশিক্ষণের জন্য যাচ্ছেন

প্রকাশকালঃ ০৪ জানুয়ারি ২০২৫ ১২:৪৫ অপরাহ্ণ ০ বার পঠিত
ভারতে আরও ৫০ জন বিচারক প্রশিক্ষণের জন্য যাচ্ছেন

ঢাকা প্রেস নিউজ

 

বাংলাদেশের অধস্তন আদালতের আরও ৫০ জন বিচারক ভারতের ভুপাল ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি এবং একটি স্টেট জুডিসিয়াল একাডেমিতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন। সম্প্রতি আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত তারা এই প্রশিক্ষণে অংশ নেবেন।
 

আইন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের পরামর্শের ভিত্তিতে এই প্রশিক্ষণের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। প্রশিক্ষণে সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং জেলা ও দায়রা জজসহ সমপর্যায়ের কর্মকর্তারা অংশ নেবেন। প্রশিক্ষণের সমস্ত ব্যয়ভার ভারত সরকার বহন করবে, ফলে বাংলাদেশ সরকারের এতে কোনো আর্থিক সংশ্লেষ নেই।
 

উল্লেখ্য, ২০১৭ সালের এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় বাংলাদেশের বিচার বিভাগীয় কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণের লক্ষ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ভারতের ন্যাশনাল জুডিসিয়াল একাডেমির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এরপর প্রথমবারের মতো ২০১৭ সালের ১০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বাংলাদেশি বিচারকরা ভারতে প্রশিক্ষণ নেন। সেই থেকে এই সমঝোতার আওতায় বেশ কয়েকজন বিচারক ইতোমধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।