মহেশপুর সীমান্তে ১০ ব্যক্তি আটক, এর মধ্যে তিন রোহিঙ্গা নারী

প্রকাশকালঃ ২২ সেপ্টেম্বর ২০২৪ ১০:৪৭ অপরাহ্ণ ৪৭৩ বার পঠিত
মহেশপুর সীমান্তে ১০ ব্যক্তি আটক, এর মধ্যে তিন রোহিঙ্গা নারী

ঢাকা প্রেস
ঝিনাইদহ প্রতিনিধি:-

 

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে বিজিবির সদস্যরা ১০ জন ব্যক্তিকে আটক করেছে। আটকদের মধ্যে তিনজন রোহিঙ্গা নারী রয়েছেন।
 

শনিবার রাতে উপজেলার শ্রীনাথপুর সীমান্ত এলাকায় একটি অভিযান চালিয়ে এই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মো. আজিজুস শহীদ রোববার (২২ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
 

তিনি জানান, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়। এ সময় একটি মাইক্রোবাসে করে এই ব্যক্তিরা ভারতে যাওয়ার চেষ্টা করছিল। আটক ব্যক্তিরা ঝিনাইদহ, নাটোর, বাগেরহাট ও কক্সবাজারের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।