পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:২০ অপরাহ্ণ   |   ৭৫ বার পঠিত
পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় অনুপম কুমার ঘোষ (২৬) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত তিনটার দিকে জেলা সদরের রসুলপুর এলাকার এক ভাড়া বাসায় আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
 

নিহত অনুপম কুমার ঘোষ বাগেরহাটের চিতলমারী থানার দুর্গাপুর খরমখালি গ্রামের আশীশ কুমার ঘোষের ছেলে।
 

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে সাতক্ষীরা পুলিশ লাইনসে দায়িত্ব পালন শেষে বাসায় ফেরেন অনুপম। বাসায় ফেরার পর স্ত্রীর সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তিনি পাশের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
 

এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল ইসলাম জানান, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।