পাকিস্তানে গাড়ি থামিয়ে ২২ জনকে গুলি করে হত্যা

প্রকাশকালঃ ২৬ আগu ২০২৪ ০৪:৩৬ অপরাহ্ণ ৪০৮ বার পঠিত
পাকিস্তানে  গাড়ি থামিয়ে ২২ জনকে গুলি করে হত্যা

দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে কমপক্ষে ২২ জনকে জোরপূর্বক তাদের গাড়ি থেকে নামিয়ে তাদের পরিচয় যাচাই করার পর হত্যা করেছে বন্দুকধারী হামলাকারীরা। এ সময় আরও পাঁচজন আহত হয়।
ভোর রাতের দিকে বন্দুকধারীরা ওই হামলা চালায়। তারা লোকজনকে গাড়ি থেকে নামিয়ে তাঁদের পরিচয় এবং সঙ্গে থাকা অন্যান্য নথি পরীক্ষা করে বেছে বেছে গুলি করে হত্যা করে।
আজ (২৬ আগস্ট) সোমবার একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, হামলাটি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি হাইওয়েতে ঘটেছে। ওই অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সাথে সাম্প্রদায়িক, জাতিগত এবং বিচ্ছিন্নতাবাদীদের সহিংসতা চলছে।
নিহতদের মধ্যে ১৯ জন পাঞ্জাবি এবং ৩ জন বেলুচ রয়েছেন। তাদের বেশিরভাগই পাঞ্জাবি শ্রমিক।
স্থানীয় কর্মকর্তা নজিবুল্লাহ, ‘৩০ থেকে ৪০ জন জঙ্গি এ হামলায় অংশ নিয়েছে। তাঁরা মোট ২২টি যানবাহন পরীক্ষা করেছে। মূলত পাঞ্জাব থেকে আসা এবং পাঞ্জাবগামী যানবাহনে জঙ্গিরা তল্লাশি চালিয়েছে এবং পাঞ্জাব থেকে আসা লোকজনকে বেছে বেছে গুলি করেছে।’

জেলার আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা হামিদ জেহরি নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।
জেহরি বলেছেন, ‘খুব সম্ভবত এই হত্যাকাণ্ডের পেছনে বেলুচ লিবারেশন আর্মির জঙ্গিদের হাত রয়েছে।’

ওই অঞ্চলে সবচেয়ে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি।