চাঁদপুরে ইলিশের দাম আকাশচুম্বী

প্রকাশকালঃ ০৩ সেপ্টেম্বর ২০২৪ ০৩:৪৬ অপরাহ্ণ ৩১৩ বার পঠিত
চাঁদপুরে ইলিশের দাম আকাশচুম্বী

ঢাকা প্রেস
চাঁদপুর প্রতিনিধি:-


চাঁদপুরের বিখ্যাত মাছঘাটে ইলিশের দাম এখন আকাশচুম্বী। সরবরাহ কমে যাওয়ায় ক্রেতাদের হাতে দগ্ধ হতে হচ্ছে। এক কেজি ইলিশের দাম এখন গড়ে ১৭০০ টাকা।

 

স্থানীয় নদীতে ইলিশের পরিমাণ কমে যাওয়া এবং মা ইলিশ সংরক্ষণের নিষেধাজ্ঞার কারণে সরবরাহ সীমিত হয়েছে। ইলিশের জনপ্রিয়তা এবং চাঁদপুরের মাছঘাটের খ্যাতি দাম বাড়ার অন্যতম কারণ। মাঝখানের ব্যবসায়ীরা লাভের লোভে দাম বাড়িয়ে দিচ্ছে।

ঋণ নিয়ে মাছ ধরতে নেমেছেন জেলেরা। কম সরবরাহের কারণে চিন্তিত তারা। মা ইলিশ সংরক্ষণের নিষেধাজ্ঞার আগে ঋণ শোধ করতে হবে তাদের।

দূর-দূরান্ত থেকে চাঁদপুরে ইলিশ কিনতে আসা ক্রেতারা দাম দেখে হতাশ হচ্ছেন। অনেকেই কম পরিমাণে ইলিশ কিনতে বাধ্য হচ্ছেন।

ব্যবসায়ীরা দাবি করছেন, স্থানীয় ইলিশের পাশাপাশি দক্ষিণাঞ্চলের হাতিয়া থেকেও ইলিশ আসছে। তবে সরবরাহ এখনও পর্যাপ্ত নয়।

এই পরিস্থিতি মোকাবিলায় সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে। ইলিশের উৎপাদন বাড়াতে এবং দাম স্থিতিশীল রাখতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা জরুরি।