আগামী মঙ্গলবার আওয়ামী লীগের যৌথ সভা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ জুলাই ২০২৪ ০২:০৩ অপরাহ্ণ   |   ২০৯ বার পঠিত
আগামী মঙ্গলবার আওয়ামী লীগের যৌথ সভা

বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, ঢাকা জেলা আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক এবং ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রদ্বয়ের যৌথ সভা ডাকা হয়েছে। 

 

আজ রবিবার (২৮ জুলাই) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, আগামী মঙ্গলবার সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ের বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।