ক্রীড়া প্রতিবেদক (বাবলা):-
কক্সবাজার মহেশখালী হোয়ানক উচ্চ বিদ্যালয়ে ৩ অক্টোবর থেকে ৫ অক্টোবর ২০২৫ অনুষ্ঠিত হয় বদিউদ্দিন-মুজিব স্ট্যান্ডার্ড রেটিং দাবা টুর্নামেন্ট ২০২৫।

উক্ত টুর্নামেন্ট ৮ রাউন্ড খেলা শেষে ৭ পয়েন্ট নিয়ে হৃষিন তালুকদার চ্যাম্পিয়ন সমান সংখ্যক পয়েন্টে ট্রইব্রেকিং ফিদে মাস্টার আব্দুল মালেক রানার্স -আপ ।
সাড়ে ৬পয়েন্ট নিয়ে ক্যান্ডিডেট মাস্টার আবু হানিফ ৩য়, ৬ পয়েন্ট নিয়ে ট্রইব্রেকিংএ হামিদুল হক ৪র্থ এবং তুষিন তালুকদার ৫ম, সাড়ে ৫ পয়েন্ট নিয়ে ইফতেখার আলম ৬ষ্ট, এস এম তারেক ৭ম, ৫ পয়েন্ট নিয়ে ট্রইব্রেকিংএ মামুনুর রশীদ ৮ম, রিফাত উদ্দীন ইলাহি ৯ম এবং সদিপ কান্তি দে ১০ স্থান অর্জন করে।
মহেশখালী ক্যাটাগরিতে ৫ পয়েন্ট নিয়ে যথাক্রমে ১ম হয়েছে রিবাত হোসেন, ২য় জিয়াউর রহমান সাড়ে ৪ পয়েন্ট নিয়ে মো: রাসেল ৩য় স্থান লাভ করেন।
এছাড়াও মহেশখালী ক্যাটাগরিতে সাড়ে ৪ পয়েন্ট নিয়ে সেরা ননরেটেড বোরায়েত জাবের মুনতাসির, উর্ধ্ব ৫০ সৈয়দ মিয়া, সেরা মহিলা আতিয়া তাকওয়া, এবং অনুর্ধ্ব ১৬ ইসরাত মোস্তফা আরাফ পুরস্কার লাভ করে।
হোয়নক কলেজের অধ্যক্ষ মো. সরওয়ার কামালের সভাপতিত্বে এবং চীফ আরটবটার মো: নুরুল আমিনের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-বদিউদ্দিন মুজিব আনন্দধারা ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব রুহুল কাদের বাবুল, বিশেষ অতিথি ছিলেন হোয়ানক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহরে, সিজেকেএস দাবা কমিটির সম্পাদক প্রকৌ. এস এম তারেক, চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক।