ঢাকা প্রেস
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:-
ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাপুরে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় সালমান খান দিনার (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যা নাগাদ আব্দুল্লাপুরের মাওয়া রোডে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জের হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কাদের জিলানী।
নিহত দিনার পড়াশোনা করলেও সাম্প্রতিক সময়ে বেকার ছিলেন। দুর্ঘটনার পর তাঁর দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও দিনারের বন্ধুদের মাধ্যমে জানা গেছে, গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাত ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিনারের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কান্দিপাড়া গ্রামে। তিনি পুরান ঢাকার আরসিন গেট এলাকায় পরিবারের সাথে বসবাস করতেন। ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী হলেও এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেননি।
স্বজনদের মতে, দিনার বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে মাওয়া বেড়াতে গিয়েছিলেন। ঢাকায় ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, মোটরসাইকেলটিতে একটি ট্রাক ধাক্কা দিয়েছে বলে তারা শুনেছেন, তবে তার সঙ্গে আরও কেউ ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
হাইওয়ে থানার ওসি মো. আব্দুল কাদের জিলানী জানান, "সন্ধ্যা ৭টার দিকে খবর পাই যে আব্দুল্লাপুরের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে একটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করি। স্থানীয়রা জানায়, গুরুতর আহত একজন যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক ধারণা, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায় এবং দুর্ঘটনাটি ঘটে।"