ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহতের সংখ্যা ১০৭

প্রকাশকালঃ ০২ জুলাই ২০২৪ ০৮:২৫ অপরাহ্ণ ৫২৮ বার পঠিত
ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহতের সংখ্যা ১০৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা প্রেসঃ-

ভারতের উত্তর প্রদেশের হাথরাসে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে অন্তত ১০৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরমের কারণে দম বন্ধ হয়ে পদদলিত হতে পারে এত মানুষ। তবে আরও তদন্ত চলছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
 

এই দুর্ঘটনায় ভারতীয় সংবাদমাধ্যমগুলো বিভিন্ন সংখ্যা দিয়েছে। কেউ কেউ বলছে নিহত ৮৭ জন, আবার কেউ কেউ বলছে ৬০ জন। স্থানীয় পুলিশ জানিয়েছে, সঠিক কারণ এখনও জানা যায়নি। তদন্ত চলছে।
 

এই ঘটনা ঘটেছে হাথরাস শহরের রতিভানপুর গ্রামে। এই ধর্মীয় অনুষ্ঠানে হিন্দু দেবতা শিবের পূজা উপলক্ষে পুণ্যার্থীরা সমবেত হয়েছিলেন।