দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে দেশ গঠনে তরুণদের পরামর্শ চায় বিএনপি: তারেক রহমান

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৫ জানুয়ারি ২০২৬ ১১:৫১ পূর্বাহ্ণ   |   ৩০ বার পঠিত
দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে দেশ গঠনে তরুণদের পরামর্শ চায় বিএনপি: তারেক রহমান

দোষারোপের রাজনীতি থেকে সরে এসে দেশ গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও পরামর্শ নিতে চান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামে তরুণদের সঙ্গে আয়োজিত ‘পলিসি টক’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 

সকাল ১০টার দিকে চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে এই মতবিনিময় সভা শুরু হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ নীতি নিয়ে তরুণদের সঙ্গে আলোচনা করেন বিএনপির চেয়ারম্যান।
 

সভায় তারেক রহমান জানান, বিএনপি ক্ষমতায় এলে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এতে বৃষ্টিজনিত জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি ভূগর্ভস্থ পানির মজুত বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
 

রাজনীতিতে দোষারোপের সংস্কৃতির সমালোচনা করে তারেক রহমান বলেন, “রাজনীতি করতে গিয়ে আমরা একে অপরকে দোষারোপ করি। সেই জায়গা থেকে বেরিয়ে এসে দেশ গড়তে তরুণদের পরামর্শ নিতে চাই।” তিনি আরও বলেন, বিদেশে পড়াশোনারত অনেক শিক্ষার্থী আর্থিক সংকটে পড়েন— তাদের সহায়তায় স্টুডেন্ট লোন চালুর পরিকল্পনা করছে বিএনপি।
 

ভোকেশনাল শিক্ষার ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, আগামী ৫ থেকে ১০ বছরে বৈশ্বিকভাবে কোন কোন ভোকেশনাল পেশার চাহিদা বাড়বে, তা নির্ধারণ করে সেই অনুযায়ী কারিকুলাম হালনাগাদ করা হবে। প্রশিক্ষণ ও ভাষা শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে পাঠানো গেলে বিশেষ মানের শ্রমশক্তি রফতানি সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।
 

কোটা সংস্কার প্রসঙ্গে বিএনপির চেয়ারম্যান বলেন, “একাত্তর ও চব্বিশে কেউ কারও ধর্ম বা জাতি দেখেনি। ৫ শতাংশ কোটা রেখে বাকি সব নিয়োগ মেধার ভিত্তিতে হওয়া উচিত।” তিনি সমতল ও পাহাড়ি— সব অঞ্চলের মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিত করার ওপর জোর দেন।
 

আইনশৃঙ্খলা ও দুর্নীতির বিষয়ে তারেক রহমান বলেন, আইনশৃঙ্খলা ব্যবস্থা শক্তিশালী করা এবং দুর্নীতি রোধ করতে না পারলে কোনো উন্নয়ন পরিকল্পনাই সফল হবে না। চাঁদাবাজি সমস্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বার্তা স্পষ্ট হলে এসব অপরাধ অনেকাংশে কমে আসবে।
 

শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের কথাও তুলে ধরেন বিএনপির চেয়ারম্যান। তিনি বলেন, স্কুলগুলোকে অডিও-ভিজুয়াল সংযোগের আওতায় আনা হলে দেশের বিভিন্ন প্রান্তের সেরা শিক্ষকরা একসঙ্গে পাঠদান করতে পারবেন। পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণের জন্য আধুনিক ডিভাইস সরবরাহের পরিকল্পনার কথাও জানান তিনি।