ঢাকা প্রেস নিউজ
দেশের সীমান্ত বর্তমানে নিরাপদ রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, "রক্ত দিয়ে হলেও আমরা সীমান্তকে নিরাপদ রাখবো। কেউ আমাদের দেশের ক্ষতি করতে পারবে না।"
রোববার (১৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁও ভূমি অফিসে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, "আগের সরকার সীমান্ত নিয়ে তেমন গুরুত্ব দেননি, কিন্তু বর্তমান সরকার গুরুত্ব দিচ্ছে বলেই সীমান্তে উত্তেজনা সৃষ্টি হচ্ছে। আগে কিছুটা ছাড় দেওয়া হলেও এখন থেকে কোনো ছাড় দেওয়া হবে না। আমরা বেঁচে থাকতে আমাদের সীমান্তে কেউ অনুপ্রবেশ করতে পারবে না।"
জাহাঙ্গীর আলম জানান, বিএসএফ এবং বিজিবির মধ্যে আলোচনা চলছে। তিনি বলেন, "চাপাইনবাবগঞ্জ সীমান্তে ধান ও গাছ কাটা নিয়ে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, তা শিগগিরই সমাধান হবে।"
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, "বাংলাদেশের প্রধান সমস্যা দুর্নীতি, যা না কমালে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। যদি আমরা দুর্নীতি করি, তবে তার সঠিক তথ্য প্রকাশ করুন।"
তিনি এক পর্যায়ে বলেন, "স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর আমার আত্মীয়স্বজন বেড়ে গেছে! যদি কেউ আমাদের পরিচয় দিয়ে সুবিধা নিতে চান, তবে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তাদের তুলে দিন।"
সিভিল সার্ভিসের বিষয়ে তিনি বলেন, "চাকরি হারানোর ভয় না থাকায় সিভিল সার্ভিস কর্মীদের মধ্যে সেবায় অনীহা দেখা যায়। যদি শৃঙ্খলা বজায় রাখা যায়, তবে ক্যাডারদের মধ্যে রাজনৈতিক লেজুড়বৃত্তি থাকবে না।"