হিলিতে বেড়েছে পেঁয়াজ ও আলুর দাম

প্রকাশকালঃ ০১ ডিসেম্বর ২০২৪ ০৪:৫২ অপরাহ্ণ ০ বার পঠিত
হিলিতে বেড়েছে পেঁয়াজ ও আলুর দাম

ঢাকা প্রেস,হিলি প্রতিনিধি:-

 

একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরের খুচরা বাজারে বেড়েছে ভারত থেকে আমদানিকৃত আলু ও পেঁয়াজের দাম। ভারতীয় আলুর দাম কেজি প্রতি ২ থেকে ৩ টাকা বেড়ে ৬০ থেকে ৬৫ টাকা এবং দেশি আলু ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে, ভারতীয় পেঁয়াজের দাম কেজি প্রতি ১৫ টাকা বেড়ে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা শনিবার বিক্রি হয়েছিল ৬৫ টাকা দরে।

 


 

রোববার (১ ডিসেম্বর) দুপুরে হিলি বাজারে ঘুরে এ তথ্য পাওয়া গেছে।
 

খুচরা ব্যবসায়ীরা জানাচ্ছেন, ভারতের অভ্যন্তরে স্লট বুকিং বন্ধ হওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হবে না, যার ফলে মোকামে দাম বেড়েছে। তবে, আমদানিকারকরা বলছেন, ভারত শুধু আলু রপ্তানির স্লট বুকিং বন্ধ করেছে, পেঁয়াজের আমদানি স্বাভাবিক থাকবে।
 

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, "পশ্চিমবঙ্গ সরকার পেঁয়াজ রপ্তানি করলেও, আলু রপ্তানির স্লট বুকিং বন্ধ করে দিয়েছে। এর ফলে ভারত থেকে নতুন করে আলু আমদানির জন্য স্লট বুকিং হবে না। তবে পেঁয়াজের আমদানি স্বাভাবিক থাকবে।"
 

হিলি কাস্টমসের তথ্য অনুযায়ী, গত শনিবার ভারত থেকে ১৮ ট্রাকে ৫২৩ মেট্রিকটন পেঁয়াজ এবং ৫২ ট্রাকে ১ হাজার ৬২৭ মেট্রিকটন আলু হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হয়েছে।