ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামে আজ ১৫ অক্টোবর মঙ্গলবার সকালে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৪ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম জেলা প্রশাসন , জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং জেলা একিভূত চক্ষু সেবা কর্মসূচির আওতায় কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয় চত্বরে র্যালি ও আলোচনা সভায় "হাতে দেখলে সাদাছড়ি এগিয়ে এসে সহায়তা করি"- এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বদরুজ্জামান রিশাদ , প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কুড়িগ্রামের কন্সালটেন্ট ডাঃ মোঃ আরিফুর রহমান এবং অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুরের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নাজমুল হাসান সিদ্দিকী, প্রোগ্রাম কোঅর্ডিনেটর হাসিমুল হাসান, সহকারী প্রোগ্রাম কোঅর্ডিনেটর অরবিন্দু রায়, রিফ্রাকশনিস্ট প্রহেলিকা চৌধুরী , অর্গানাইজার এনামুল হক, মুস্তাফিজার রহমান, এনজিও প্রতিনিধি তাজুল ইসলাম , ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রতিনিধি উম্মে কুলসুম , জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ হারুনুর রশিদ , ইস্টিমেটার মোহাম্মদ মনিরুজ্জামান এবং মিডিয়া প্রতিনিধি দৃষ্টির অন্তরালে পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম, দৈনিক নতুন সময় পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আহম্মেদুল কবির, দৈনিক বিজয় বাংলাদেশ পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আনোয়ার সাঈদ তিতু, দৈনিক বিজয় বাংলাদেশ পত্রিকার কুড়িগ্রাম সদর উপজেলা প্রতিনিধি মোঃ আবু মুছা প্রমুখ।