কক্সবাজারের মহেশখালীতে পুলিশ অভিযান চালিয়ে থ্রি-জি রাইফেলসহ চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। এ সময় সাজেদ (২৬) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
রবিবার (১ ডিসেম্বর) দুপুর ১২টায় এ বিষয়ে নিশ্চিত করেন কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।
তিনি জানান, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে মহেশখালী থানার ওসি কায়সার হামিদের নেতৃত্বে একটি বিশেষ টিম বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন ওসি তদন্ত, এসআই আসাদুর রহমান, এসআই আল আমিন ও এসআই মহসীনসহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সদস্যরা। অভিযানে সাজেদকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার শুক্কুর আলীর ছেলে।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি থ্রি-জি রাইফেল, একটি দুনলা বন্দুক, একটি একনালা বন্দুক, একটি এলজি এবং ১০ রাউন্ড গুলি।
মহেশখালী থানার ওসি কায়সার হামিদ বলেন, “সাজেদ একজন পেশাদার অস্ত্র ব্যবসায়ী। তার কাছ থেকে ভারি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”