কুড়িগ্রামের চরে জমি নিয়ে সংঘর্ষ, আহত ৭

প্রকাশকালঃ ০২ ডিসেম্বর ২০২৪ ১২:২৯ অপরাহ্ণ ০ বার পঠিত
কুড়িগ্রামের চরে জমি নিয়ে সংঘর্ষ, আহত ৭

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-.

 

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় চরাঞ্চলের আট বিঘা জমির দখল নিয়ে সংঘর্ষে দু’পক্ষের সাতজন আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার কৃষামত শিমুলবাড়ী চর এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ভুক্তভোগীদের পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, চর কৃষামত শিমুলবাড়ী চরাঞ্চলের আট বিঘা জমি নিয়ে স্থানীয় আলতাফ হোসেনের সঙ্গে আব্দুল হাইয়ের বিবাদ তৈরি হয়। গ্রাম্য সালিশেও দ্বন্দ্ব নিষ্পত্তি হয়নি। পরে আলতাফ আদালতে মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে বিবদমান জমিতে ১৪৪ ধারা জারির আদেশ দেন আদালত।

 

এ আদেশ মোতাবেক জমি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। রোববার আলতাফ বিবদমান জমির ওপর দিয়ে শ্যালো মেশিনের পাইপ নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আব্দুল হাই বাধা দেন। পরে তাঁর পরিবারের সদস্যরা দেশি অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালান। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে আহত হন আলতাফ আলী, আহের আলী, আহেলা বেগম, আব্দুল হাই, হামিদুল হক, আজিজুল হক ও মরিয়ম বেগম।

 

আহতদের মধ্যে আলতাফ, আহের আলী, আব্দুল হাই ও হামিদুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হোমায়রা এ তথ্য জানান। ঘটনার পর চেষ্টা করেও দু’পক্ষের কারও বক্তব্য জানা সম্ভব হয়নি।

 

স্থানীয় ইউপি সদস্য রাশেদুল ইসলাম বলেন, আদালত ১৪৪ ধারা জারি করলেও সে জমির ওপর দিয়ে পাইপ নিয়ে যাওয়াকে কেন্দ্র করে মারামারি হয়েছে। অথচ মিমাংসার জন্য থানায় উভয় পক্ষকে নিয়ে বসার জন্য দিন ধার্য রয়েছে। এর মধ্যে মারামারিতে ক্ষতি হলো দু’পক্ষের।

 

এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছানোয়ার হোসেন বলেন, বিবদমান জমি নিয়ে উভয়পক্ষের আগামী শুক্রবার বসার জন্য তারিখ নির্ধারিত ছিল। এর মধ্যে মারামারির ঘটনায় আহতরা হাসপাতালে রয়েছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনাগত ব্যবস্থা নেওয়া হবে।