চাঁপাইনবাবগঞ্জে পাওনা টাকা চাওয়ায় প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ এপ্রিল ২০২৫ ১১:২৮ পূর্বাহ্ণ   |   ১৪১ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জে পাওনা টাকা চাওয়ায় প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাওনা টাকা চাওয়ায় প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

সোমবার বেলা ১১টায় উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মোতাহার হোসেন বলেন, ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিয়ের ৫০ শতাংশ শেয়ার জন্য তিন বছর আগে মোফাত খাইরুল ইসলামকে ১০ লাখ টাকা দিয়ে প্রবাসে চলে যায়। পরে আরো ২ লাখ টাকা হাতিয়ে নেন তিনি। এক পর্যায়ে জানতে পারি, মোফাত খাইরুল ইসলাম হুন্ডির ব্যবসার সাথে জড়িত। ফলে তার কাছ থেকে টাকা ফেরত চাইলে বিভিন্ন টালবাহানা করতে থাকে। পরে দুই দফায় ৭ লাখ ৯০ হাজার টাকা ফেরত দেয়। কিন্তু বাকি টাকা চাইতে গেলে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। পাওনা টাকা ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।