সংসদীয় আসনের উপনির্বাচন হবে আগামী ১৭ জুলাই

প্রকাশকালঃ ০১ জুন ২০২৩ ০৫:৪৪ অপরাহ্ণ ৭২ বার পঠিত
সংসদীয় আসনের উপনির্বাচন হবে আগামী ১৭ জুলাই

ঢাকা–১৭ সংসদীয় আসনের উপনির্বাচন হবে আগামী ১৭ জুলাই। বাংলা চলচ্চিত্রের অভিনেতা ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া আসনে ওই নির্বাচন হবে।

ওই দিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। এই উপনির্বাচনে ভোট গ্রহণ করা হবে কাগজের ব্যালটে। নির্বাচন কমিশন আজ বৃহস্পতিবার এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে।


নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের জানান, এই উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ জুন। মনোনয়নপত্র বাছাই হবে ১৮ জুন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন। ঢাকা জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

গত ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আকবর হোসেন পাঠান ফারুক। প্রায় পাঁচ দশক ঢালিউডে অবদান রেখেছেন অভিনেতা ফারুক। অভিনয় থেকে অবসর নেওয়ার পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।